ঘোলা পানি খেতে ইচ্ছে করছে বেশ
পত্রিকা ভিজিয়ে বানানো ঘোলা পানি

ঘোলা ঘোলা কিছু সংবাদ খেতে ইচ্ছে করছে বেশ
কারন তা খেলে কদিন না খেলেও চলবে

ঘোলা পানি খেতে ইচ্ছে করছে বেশ
গাধা নাকি পানি ঘোলা করে খায় তাই

সময়ের বারোটা বাজিয়ে পাচ বৎসর পর পর ঘোলা পানি খেলেই চলবে বেশ
কারন বাঙালি নাকি পানি ঘোলা করে খেতে বিশ্বাসী তাই
my-life.aziztarak

আবারো রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে এক ছাত্রের বিরুদ্ধে , অপরাধ শেখ হাসিনা কে নিয়ে ফেসবুকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়া ।
এই যদি হয় রাষ্ট্রদ্রোহর নমুনা তাহলে কি হবে যারা তিতাসে বাঁধ দিয়েছিল ভারতের জন্য ,যারা বলে সীমান্ত হত্যা সরকারের মাথা ঘামানোর ব্যাপার নয় , যেখানে নিজ রাষ্ট্রের নোবেল লরিয়েট কে বাদ দিয়ে ভারতের অমর্ত শেন কে দিয়ে কেক কাটানো হয় । শেয়ার বাজারের লুটেরা যাদের নাম সকলেই জানে ,কোথায় আমাদের জাতীর বিবেক আদালত কিংবা কোথায় দেশপ্রেম আর রাষ্ট্রদ্রোহিতা ।
দেশপ্রেম কি এখানে রাজনীতির ব্যাবসার হাতিয়ার ছাড়া অন্য কিছু । ধিক্কার বাংলাদেশ ধিক্কার !

ঘোলা পানি খেতে ইচ্ছে করছে বেশ

Leave a Reply