হারিয়ে গেছে কেউ

 

 

তুমি ছিলে বাউন্ডুলে , ছিলে চিন্তাশীল ।
তোমায় ভাবতাম আমার অস্তিত্বে।চিন্তা করতাম তোমার মত,কারন চিন্তা করা শিখেছি তোমার হাত ধরে।

ভাবতাম তুমি আমার ভাই, ভাবতাম তুমি হবে সংগ্রামের সঙ্গী।Humayun_Ahmed

শুনালম তুমি নেই ,মানে আর নতুন কিছু ভাবতে শিখাবেনা তুমি ,দেখিয়ে দেবেনা নতুন কোন ভুল।
বড় একা একা লাগছে,আগে কখন চিন্তা করিনি এত কষ্ট পাব হয়ে যাব একা ।
তোমার শেষ লেখাটা পড়ি নি ,শুনেছি একাত্তর নিয়ে লিখেছ লিখেছ বাংলাদেশ নিয়ে.সেই লেখা নিয়ে আর কোন হাইকোর্ট কেন উচ্চ বাচ্চ করলে এইবার বাংলার আইন, গোড়া শুদ্ধ উঠিয়ে ফেলব .

 

love


 

হুমায়ুন আহামেদের মৃত্যুর পড় , তার দাফন , শাওন এর নাটক আর নুহাস পল্লি নিয়ে আমাদের কত চিন্তা আর স্ট্যাটাস । ব্যাক্তি হুমায়ুনের মৃত্যু থেকে তার দাফন নাটক রঙ চড়েছে মিডিয়াতে মাত্রার অতিরিক্ত । চলুন মাথা থেকে নুহাস পল্লির মালিকানা কার কাছে যাবে ? , শাওন কি করেছিল ? , হুমায়ুন আহামেদের প্রথম স্ত্রি কত কষ্ট পেয়েছিল ?
এইসব আজাইরা পরচর্চা বাদ দিয়ে তার হিমূ আর মিসির আলি রিভাইস মারি তাতে যদি আমাদের কিছু ব্যাক্তিত্ব বোধ তৈরি হয়


 

2 thoughts on “হারিয়ে গেছে কেউ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *