তুমি ছিলে বাউন্ডুলে , ছিলে চিন্তাশীল ।
তোমায় ভাবতাম আমার অস্তিত্বে।চিন্তা করতাম তোমার মত,কারন চিন্তা করা শিখেছি তোমার হাত ধরে।
ভাবতাম তুমি আমার ভাই, ভাবতাম তুমি হবে সংগ্রামের সঙ্গী।
শুনালম তুমি নেই ,মানে আর নতুন কিছু ভাবতে শিখাবেনা তুমি ,দেখিয়ে দেবেনা নতুন কোন ভুল।
বড় একা একা লাগছে,আগে কখন চিন্তা করিনি এত কষ্ট পাব হয়ে যাব একা ।
তোমার শেষ লেখাটা পড়ি নি ,শুনেছি একাত্তর নিয়ে লিখেছ লিখেছ বাংলাদেশ নিয়ে.সেই লেখা নিয়ে আর কোন হাইকোর্ট কেন উচ্চ বাচ্চ করলে এইবার বাংলার আইন, গোড়া শুদ্ধ উঠিয়ে ফেলব .
হুমায়ুন আহামেদের মৃত্যুর পড় , তার দাফন , শাওন এর নাটক আর নুহাস পল্লি নিয়ে আমাদের কত চিন্তা আর স্ট্যাটাস । ব্যাক্তি হুমায়ুনের মৃত্যু থেকে তার দাফন নাটক রঙ চড়েছে মিডিয়াতে মাত্রার অতিরিক্ত । চলুন মাথা থেকে নুহাস পল্লির মালিকানা কার কাছে যাবে ? , শাওন কি করেছিল ? , হুমায়ুন আহামেদের প্রথম স্ত্রি কত কষ্ট পেয়েছিল ?
এইসব আজাইরা পরচর্চা বাদ দিয়ে তার হিমূ আর মিসির আলি রিভাইস মারি তাতে যদি আমাদের কিছু ব্যাক্তিত্ব বোধ তৈরি হয়
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://accounts.binance.com/ro/register-person?ref=RQUR4BEO
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://accounts.binance.com/zh-CN/register-person?ref=T7KCZASX