সামু তে অনেক ব্লগার দেকেছি যারা রোহিঙ্গা নির্যাতনের তিব্র প্রতিবাদ জানিয়েছেন ,আস্তিক ,নাস্তিক, আর সকল ধর্মের ।
মানবতার তরে প্রগতিশীল তরুণ সমাজ সকল সময়ে প্রতিবাদ করে রুখে দেয় পিশাচের কালো থাবা । সামান্য মামলা নিয়ে যদি রাজনীতির মাঠে হাজার মানুষের মিছিল হয় বাংলাদেশে ,সেখানে হত্যা লুণ্ঠন ,আর ধর্ষণের প্রতিবাদ কেন আমরা তথাকথিত শিক্ষিত ভদ্র ছেলে পেলে করতে পারব না ।
আজ সংসদে দিপু মনি বললেন মায়ানমার সরকার নাকি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সহজোগিতার ইন্ধন পেয়েছে, আর অস্ত্র ,গোলাবারুদ দিয়ে জামায়াত ইসলামী নাকি সাহায্য করছে রোহিঙ্গা দের ,উনি মায়ানমার কে আশ্বাস দিয়েছেন এর সঠিক তদন্ত উনি করবেন। কোথায় রোহিঙ্গা হত্যার জন্য রাস্ট্রদুত কে ঝারি দিবেন সেখানে এক অর্থে মেনে নিয়েছেন তাদের যুক্তিহীন দাবি যাতে কিছু রাজনীতি করা যায় বাংলাদেশে । সাথে সাথে সে দাবি প্রত্যাখ্যান করার আত্মমর্যাদা কিংবা সাহস আমাদের পররাষ্ট্র মন্ত্রির হয় নি ।
শুধু ফেসবুকে স্ট্যাটাস দেওয়া আর ,বিশাল ব্লগ লিখে আমদের মানবিক কর্তব্য কি শেষ , এত গুলো মৃত্যু আর হাজারো মানুষের ঘর ছেড়ে চলে আসা কি আমাদের আলোরিত করে না ?
ফেসবুকে ইভেন্ট খুলেছি ,link মায়ানমার এম্বাসির সামনে মানব বন্ধন ও ঘেরাও ।
প্রতিবাদ এর আর কি ভাষা আছে , আর কি করতে পাড়ি ?