প্রিয় পুত্র শাহাবাগি

 

পত্রের শুরুতেই শাহাবাগের ফুলের দোকানের গন্ধরাজ ফুলের ফুলেল শুভেচ্ছা । খবর মারফত জানিতে পারলাম তোমরা নাকি শাবাগের প্রজন্ম চত্ত্বর থাকিয়া প্রজনন করিয়া ” শাহাবাগি সরকারের” জন্ম দিয়াছ ! আমি ইহাতে বড়ই আনন্দিত । তোমাদের এহেন চমেতকার প্রজনন শিল্পের সুনাম এই অজো পাড়াগাঁয়েও আসিয়া পরিয়াছে । গ্রামের চ্যংরা পোলাপান স্লোগাস্ন দিচ্ছে ” ইমরান সরকার দিচ্ছে ডাক দল করুন শাহবাগ ” ” দেশবাসীর গুষ্ঠি কিলাই ইমরান ভাইকে ক্ষমতায় চাই ” ” মোম বাতির আলো ঘরে ঘরে জ্বালো ” ।

তুমি জান স্বাধীনতার পর কোন সরকারি আমাদের গ্রামের উন্নয়ন করে নি “রক্তচোষা ইউনুস ” গ্রামিন ব্যাংক দিয়া কেবল আমাদের রক্তই চুষিয়া খাইয়াছে , কিন্তু ইমরান সরকারের মোমবাতি প্রকল্পের কারনে গ্রামের অধিকাংশ মানুষ ই আজ স্বাবলম্বী ।এইভাবে বাংলাদেশের সবাই মোমবাতি জালাইলে অচিরেই আমাদের গ্রামের অনেকের আঙ্গুল ফুলে কলাগাছ হবার সম্ভব আছে । এইত আমাদের গ্রামের জামাই প্রনব দাদা এসেছিলেন সেদিন ” আমাদের আসস্ত্ব করিয়া গেছেন ইন্দিয়া থাকিয়া ডায়রেক প্লেন চলিবে ”।

 

বাবা চালিয়ে যাও দেশবাসী তোমাদের সঙ্গে আছে ” আর করবো কোন লড়াই ইমরান ভাইকে সবাই ডরাই ” বাবা সাইদির ছবি নাকি চাদে দেখা জাইতেসে , আর লিখতে পারব না গ্রামের সবাই দেখতেসে আমি যাই । শাহাবাগ হইতে বেলুন মারফত পত্রের জবাব দিও ।

 

“জাতির পিতা লুকান্তরে নতুন পিতা শাহবাগে

 

জয় বাংলা , জয় শাহাবাগ ।

 

ইতি তোমার পিতা

মুরগি মফিজ

প্রিয় পুত্র শাহাবাগি -পুত্রের কাছে পিতার পত্র

5 thoughts on “প্রিয় পুত্র শাহাবাগি -পুত্রের কাছে পিতার পত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *