প্রেম নিবেদনের জন্যে লিখিত পত্রকে বলে প্রেমপত্র

প্রেম নিবেদনের জন্যে লিখিত পত্রকে বলে প্রেমপত্র

যাহা লিখিত হয় কাউকে কাইত করার উদ্দেশ্যে
যাতে কাইত হইতে হইতে সে আচমকা মাটিতে পড়িয়া যায়
যাহা শুনিয়া পাষাণ হৃদয় গলিয়া মিনারেল ওয়াটার হইয়া যায়
যাতে পরবর্তীতে তা খাওয়া ও লইয়া যায় যেখানে সেখানে !

আবে সালা ! প্রেম পত্র, প্রেম করিবার তরে লেখা হয় বুচ্ছিস , ভালবাসার তরে না ।
ভালবাসিলে বলিতে বা লিখিতে হয়না , ভালবাসিলেই হয়


 

সে রাতে দিগন্ত রেখায় ,শেষ রাতের তারা প্রহর গুনছিল
কবে প্রভাত হবে , কবে তার অস্তিত্ব বিলিন হবে প্রভাতে ।

সেদিন প্রকিতি স্বপ্ন দেখেছিল
সেদিন গেয়ে উঠেছিল পাখিরা
পাহাড়ি ঝর্না পেয়েছিল নতুন প্রান

প্রভাতের ঝর্ণাধারার কল কাকলীতে সেদিন মুগ্ধ শেষ রাতের তারা
যদিও অস্তিত্ব হারিয়েছে সে প্রভাতে ।

হ্যা সেদিন ছিল অস্তিত্ব হারানোর দিন
সেদিন অস্তিত্ব হারিয়েছিল তারা
যেথায় প্রান পেয়েছিল এক একাকি পাহাড়ি ঝর্না