আমার এলাকার মসজিদের খতিব ফতোয়া দিয়াছেন পহেলা বৈশাখ এ নাকি পান্তা ইলিশ খাইলেও গুনাহ হবে ( ব্যাং ব্যাঙ্গ ) তাহার যুক্তি ইহা নাকি হিন্দুদের কালচার ,মিস্টার খতিব সাহেব আপনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানে দেবতা নারায়নের কোলে বসিয়া কথা বলিতেছেন ইহাতে আপনার কোন গুনাহ হইতেছে কিনা ভাবিয়া দেখিয়াছেন ?
এইভাবে ইসলাম কে নিজের সাধ আর সাধ্যের প্রোডাক্ট বানাইয়া আপনারা নিজেরা অজ্ঞতা আর মূর্খের পরিচয় দিচ্ছেন । হিসেব করলে দেখবেন আপনার কোন পূর্বপুরুষই হয়ত এক কালে হিন্দু ছিল । সেকালে কেবল ইসলামের ভালবাসা আর উদারতা দেখেই হিন্দু সমাজরা ইসলাম কে গ্রহন করেছিল স্বাদরে , এখন ঘ্রিনাভরে প্রত্যাখ্যান করে মূর্তি পুজোর যুক্তি না পেয়ে হয়ে যাচ্ছে নাস্তিক । এতো আপনাদের মত অজ্ঞ ফতোয়াবাজদের ই মহান ভহুমিকা । এক কাজ করেন ভাত খাওয়াও বাত দিয়া দেন ইহাও নাকি হিন্দুদের খাবার ছিল এক কালে !
The point of view of your article has taught me a lot, and I already know how to improve the paper on gate.oi, thank you.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.com/pt-PT/register?ref=53551167