কল্পনা গুলো বিদ্রোহ

\"buddha1\"ধ্যান করেছে কে ?
করে গেছেন  আদিম যুগের বণিকেরা । যারা সওদা করে গেছেন সময়ের ।
সময় কে করে দিয়ে গেছেন বিবর্তিত ।
কল্পনা গুলো বিদ্রোহ হয়ে মানুষকে করে গেছে আশাবাদী ।
এক যুগের কল্পনা আরেকযুগে নিয়ে এসেছে মার্ক্স লেলিনের সাম্যের গান ।
বিপরীত ধর্মী আদর্শ গুলো সবসময়য় থেকে গেছে , সকল সময়ে, সকল সভ্যতায় ।

তবুও আত্ববিস্বাসি মানুষ সবসময়য় তার জীবনকে তার নিয়ন্ত্রণে মনে করে ।

বাস্তবতা হোল এ তপস্যার গান আর ভবের মায়া অতীন্দ্রিয়র ভাবাবেগ কে করেছে যুগপৎ ।

1 thought on “কল্পনা গুলো বিদ্রোহ”

Comments are closed.